দুর্নীতির অন্তে
দুর্নীতির অন্তে

1 min

16.4K
এই দুর্নীতির অন্তে কেউ নেই বন্ধু,
কেউ নেই
আমিও নেই তুমিও নেই।
যুগ শেষে তুমিও বৃথা আমিও বৃথা
পরে থাকবে শুধু তোমার আমার সকল মিথ্যা।
এইযে তুমি আমি দুজনে দ্বন্দ্ব করছি
তা সবই মিথ্যা, ভন্ডামি
সবাই আমরা স্বার্থকেই বুঝি, সুখের পাহাড় বুনি।
আমরা সবাই স্বার্থান্বেষী
তফাৎ একটাই আমিও সুখ চাই, তুমিও সুখ চাও।
এই দুর্নীতি অন্তে আমিও পরে থাকবো, তুমিও পরে থাকবে।
মিল শুধু একটাই তুমিও নিঃস্ব আমিও নিঃস্ব।
তুমি আমি দুজনেই চলে যাবো খালি হাতে।
আমরা তো বড্ডো সুখেই চলে যাবো এই বিশ্ব ছেড়ে।
কিন্তু ওরা?
তোমার, আমার দুর্নীতির খেলায় বলির পাঠা তো ওরা হবে!
যাদের রক্তে তোমার, আমার দোল খেলা সার্থকতা পাবে।
এই দুর্নীতির অন্তে ক্ষতিটা বেশি ওদেরই হবে,
হ্যাঁ, ক্ষতিটা বেশি ওদেরই হবে।