সেকেন্ড শেষে
সেকেন্ড শেষে
শুনেছি পৃথিবীর গভীর প্রশ্বাসে আমি লুপ্ত হবো!
হয়তো দিন কয়েকের ঘাটতি রয়েছে।
হয়তো সফলতার অন্তিমে চোখের সম্মুখে কড়া নাড়বে এক গাদা স্মৃতি।
তখন আমি আমার মতো হয়ে অতীতের স্মৃতি আঁকবো।
হয়তো সেই ছবিতে একরাশ কান্না, দুর্বিসহ জীবন যাত্রা আর কিছুটা অসফলতার রঙ্গীন ছাপ দেখা যাবে।
সাথে চারপাশে ঘাসে ভরা মানুষের মায়া মাখা মুখ,
সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকে থাকবে নিভৃতে কেঁদে উঠা পাহাড় সমান শোক।
তারও সাথে কিছু মানুষরূপী পশুর বারণ করা চিৎকার।
>হয়তো তখন সর্বস্ব হারানোর যন্ত্রণা প্রতিফলিত হবে এই পর্দায়।
তখন আমি আঁকবো এক পিছুটান দেওয়া দুর্বিসহ জীবন।
তখন হয়তো আমি প্রায় শেষ মিনিটের অপেক্ষায়...
চোখ গুলি যেন ঘুমের দেশে যাওয়ার বাহানা খুঁজবে।
আবার চলতে থাকবে প্রিয়জনদের থেকে ছিন্ন হওয়া পরিস্থিতি।
তখন প্রিন্টিং পর্ব প্রায় শেষ।
তারপর আবার কয়েক সেকেন্ডের অপেক্ষায় থাকবো,
যখন সফলতা আমার দৌড় গোঁড়ায় এসে পৌঁছাবে।
তারপর হয়তো সেকেন্ড শেষে সেটাও মুছে যাবে এই পৃথিবী থেকে।