প্রাচীন তুমি
প্রাচীন তুমি


ছিলে তুমি,ছিলাম আমি
ছিলো স্মৃতির আশার খনি
ভালোবাসা কি নিছক মনে
জমকালো মেঘ তালসারি।
ছিলো চাওয়ার প্রানের আশা
স্বপ্ন বাঁধার প্রচুর ভাষা
দিনের পরে বেকার পেশা
তবু ছিলো দামাল আশা
ভালোবাসা তুই আমার।
আজ আমি আশার পথিক
কোথায় তুমি আমার অতীত,
খুঁজতে গিয়ে প্রান সারা
হঠাৎ তুমি আত্মহারা
এগিয়ে কাছে বললে তুমি
আমার তুমি,তোমার আমি...