দুরন্ত প্রেম
দুরন্ত প্রেম
চোখের জল মিঠে লাগে,
ঠোঁটের হাসির স্বাদ নোনা।
মরুভূমির বালির আগে,
তার জন্য শুধু দিনগোণা।
আশায় আশায় পথ চেয়ে,
আমি শুধু তারই হলাম।
একবার তার ছোঁয়া পেয়ে,
আমি আমরণ গোলাম।
দেখো চোখের জল পরে,
এই ভিজে দুচোখ বেয়ে।
আমার কাজ নেই আদরে,
আমি যে মরুভূমির মেয়ে।
চোখের জল লাগে মিঠে,
আজকে আবার মরুঝড়ে।
আমি সেই ঘোড়াটার পিঠে,
সে যে আরবি ঘোড়ায় চড়ে।