নস্টালজিক
নস্টালজিক


নস্টালজিক সুরে আমি ভাসাই এক তরী,
মনে পরে যায় অনেক গল্প, অনেক বাহাদুরি।
বাস ভাড়া ছিল ২.৫০ টাকার, আবার ২.৫ তলার বাস,
গাড়িগুলো ছুঁয়ে যেত ময়দানের ঘাস ।
ঘোড়ারগাড়ির শব্দে আমার মনেতে শিহরণ, টানা রিক্সার আওয়াজটা যে লাগত দারুন ।
১ টাকাতে তখনও মিলত ঠোঙা ভরা ঝালমুরি,
ছুটির দিনে, মিঠে দুপুরে, আকাশে রঙিন ঘুড়ি।
বাঙালীর যৌবন থেকে হারিয়েছে বিকেলবেলা,
পাড়ার মোড়ে লুপ্ত হয়েছে ছেলেবেলার খেলা।
দিনগুলো যে ভালই ছিল নস্টালজিক সুরে,
আজ শুধুই স্মৃতিতে মোড়া খামগুলো বহুদূরে।
আমরা উপভোগ করতাম সেই সুগন্ধে মাখা রাত,
ভোরবেলার আমেজটা বেশ , মিলত প্রচুর হাত।
রকে বসে ভিড় জমাতো নবীন - প্রবীন দল ,
ইয়ুথ গল্পে মাতাল হয়ে উঠত কোলাহল ।
আলুকাবলি কিনতাম আমি ছুটি হওয়ার পরে,
২ টাকাতে দিত ঠেসে , ১ মুঠো ভরে।
রবিবারের খুশির দিনে , মহাভারত - খাসখবর,
বারেবারে উঠত ঢেউ ফুটবলের বহর ।
এলার্ম ঘড়ির ডাকে উঠে মহালয়ার গান, আজও আমার হেসে কেঁদে ওঠে নস্টালজিক প্রাণ।