কোথায় দাঁড়িয়ে আছি ?
কোথায় দাঁড়িয়ে আছি ?


সন্ত্রাসের জগতে সবাই নিজের স্বার্থে রত
রক্তাক্ত সমাজ এখন মানব জাতি আহত |
ভয়ে ভীত হয়ে আমরা পিছিয়ে আসব?
প্রতিহিংসার আঁচ বুঝে নিজেকে গুটিয়ে নেব?
মোমবাতির কোটেসানে পাগল হল দুনিয়া
এ ওকে দায়ী করছে হিন্দু সুন্নি-সিয়া |
টেরর বাড়ছে মানুষের মনের রন্ধ্রে
বিন্দু বিন্দু টেন্সন্,
আমি তুমি চুপ করে আছি
নেই কনো রিয়েক্সন্ |
ভারত সবার পাশে আছে - বলেই আমরা খালাশ
প্রতি মুহূর্তে এড়িয়ে যাওয়ার স্ট্র্য়াটেজিকেই করছি অভ্যাস |
ধর্মের নামে ওঠে স্লোগান, লেখা হয় ঢের কথা
তবুও সবাই ভুলে যায় আপন আপন সততা |
আমরা নিজেদের গা বঁচাতে বলি - ওরাই যত নষ্টের গোড়া
গোলা গুলি চালিয়ে যাচ্ছে, লাগছে না একটুও বুরা |
ওদের শুধু একটাই আখ্য়া - 'বলো আ্য়ন্টি-সোশ্য়াল'
মরোনাস্ত্র পকেটে নিয়ে বাজাচ্ছে বিউগেল |
মানুষ আগে জানতো না
কাল তারা কোথায় যাবে
হামলার পরের পরিণতিতে তাদের ঠিক কি হবে |
ইরান ইরাক আফঘানিস্তানে জালাচ্ছে প্রচুর স্কুল
বাচ্চা ছেলে গুুলোর সাথে হচ্ছে নির্মম ভুল |
ছোট মেয়েরা জানেনা তাদের ঠিকানা
শ্বশুর-শাশুড়ী না পাচারকারী,
বলতে তাদের মানা |
কে করবে প্রতিবাদ?
থাকবে সম্মান?
যে গলা তুলবে, তাদের বধিবে পরাণ
স্টুদেন্টের হাতে যখন থাকা উচিত পেন
তার বিনিময়ে প্রেয়ার করে, ধরছে একে-ফর্টিসেভেন্ |
সকালে নাস্তার বদলে খাচ্ছে এক রাশ আতঙ্ক
মাফিয়া লিডার রোজ রাতে বোঝাচ্ছে উল্টো অঙ্ক |
ফেইসবুক আর টুইটারে কমেন্ট করেই আমাদের কাজ শেষ
একি মুখে শিশু দিচ্ছে স্ল্য়াং, আবার বলছে 'জাগাও মেরা দেশ' ||