শীতের সকাল
শীতের সকাল
শীতের কুয়াশা, হিমেল হাওয়া,
মনে জাগায় স্বপ্নের ছোঁয়া।
চাঁপাফুলের মিষ্টি গন্ধ,
জীবন যেন রূপকথা বন্দ।
ধানের ক্ষেতে শিশির বিন্দু,
সূর্যের আলো দেয় সোনার ছন্দ।
গাছের পাতায় ঝরে পড়া শীত,
শীতের স্পর্শে জমে যায় ইতি।
কাঁথার তলে অলস ভোর,
মনের জানালায় স্বপ্নের ঘোর।
পিঠে-পুলি আর খেজুরের রস,
শীতের দিনে এ যেন আভাস।
শীতের গল্প, শীতের গান,
মনের কোণে রেখে যায় জান।
প্রকৃতি ঢালে শীতের ছন্দ,
মনের মাঝে থাকে চিরবন্ধ।
