যদি
যদি
আকাশের কোলে পাহাড় ঘুমায়
পাহাড়ের কোলে নদী,
নদীর কোলেতে পাথর যত
শ্যাওলা,সবুজ হৃদি।
ওই খানেতে আমার বাড়ি
খুঁজিয়া পেতাম যদি।
ছোট ছোট বাড়ি,
পাইনের সারি
কমলার ক্ষেত
আছে আড়াআড়ি
অরুণোদয়ের গেরুয়া মাখি
দেখিলে জুড়োয় আঁখি।
পাহাড়ের মা ঝুঁকে ঝুঁকে চলে
পিঠেতে শিশুকে বয়ে
পাহাড়ের চাষি ঝুম চাষ করে
কোদাল শাবল লয়ে।
পাহাড়ের কোলে শুয়ে আছে
দেখ যত রডোডেনড্রন গুচ্ছ,
তোমার ছায়ায়, তোমারই মায়ায়
আর সব কিছু হলো তুচ্ছ।
প্রতি রাত হয়
দেওয়ালীর রাত
সাজিয়ে তারার মালা
"ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট
কিরণে ভুবন আলা।"।।
আকাশের কোলে পাহাড় ঘুমায় ,পাহাড়ের কোলে নদী,
ওইখানেতে আমার বাড়ীখুঁজিয়া পেতাম যদি।।
(মাঝের পংক্তিদ্বয় কবির
কাছে চেয়ে নেওয়া।)
