বাদামী
বাদামী
সকাল থেকে ছোট্ট খুকু
জুড়ল ভীষণ বায়না,
তার চাই এক কুকুর ছানা
বাপ রে সেকী কান্না।
দাদু বলেন আন কিনে আন,
নাতনী তো মোটে একটাই,
দাম যাই হোক আন কিনে
বেশী দামী বিদেশীটাই।
ছুটল কাকা আনল ছানা
বিদেশী ও দামী,
ফুলো ফুলো ,কান ঝুলো
রংটা বাদামী।
দুধ ভাত খায়, কোলে ঘুমায়,
কাটল সারাদিন,
ছানা কোলে খুকু নাচে
তা ধিন ধিন ধিন।
লালু, ভুলু, গুল্লু সোনা,
কি নাম হবে ওর?
চিন্তা করে রাত কাটল,
হয়ে গেলো ভোর।
বলল খুকু, অনেক ভেবে
আমার নাম তো মনামী,
আমার সংগে মিলিয়ে তবে
নাম রাখবো বাদামী।
কাকা গিয়ে আনল কিনে
বিদেশী ডগ সোপ
চান করালে জেল্লা দেবে,
বুঝলি খুকু, I hope.
চান করালে চোখ কপালে
খুকুর চোখ ভাসে জলে
বাদামী রং কোথায় গেলো?
এতো কালো কালো ছোপ!
দাদু বলেন, বিদেশী নয়
এযে স্ট্রীট ডগ!
বিক্রেতাটা মহা পাজী
এক্কেবারে ঠগ।
ঠাম্মা বলেন, হোক না দেশী
তোমার আমার সবার থেকে
অনেক বেশী বিশ্বাসী।
মন্ত্রীরা রং বদলালে,
হয় না তখন দোষ,
কুকুর বলেই ওর পরে
তোমরা করো রোষ।
বছর তিনেক বাদে,
ঘটনাটা ঘটে গেল,
তিন তলার ওই ছাদে।
পাইপ বেয়ে নিশুত রাতে
এসেছিল কেউ,
বুঝতে পেরে বাদামী সোনা
করল ঘেউ ঘেউ।
চোর বলে উঁচিয়ে চাকু
এখান থেকে পালা,
ঝাঁপিয়ে পড়ে বাদামী তাকে করল ফালা ফালা।
পড়ল ধরা চোর বাবাজী
হল তার জেল
চুরি করার পরীক্ষাতে
এক্কেবারে ফেল।
ঠাম্মি বলে দেখলি তোরা
আমার কথা ঠিক,
বিদেশীদের কদর করিস
তোদের শত ধিক।
রং বাদামী বিদেশী ছানা
হতে পারে দামী,
কালো ছোপ ছোপ
দেশী কুকুর অনেক
বেশী নামী।।
