চিরকালের ছেলেবেলা
চিরকালের ছেলেবেলা
আজ এই জীবনের সন্ধাবেলায়
তোমার কথা মনে পরে আমার ছেলেবেলা
সাতসকালে হারুনপন্ডিতের
নামতা বলানো ছোড়ি।
ছুটির পরে সুপারি পাতার গাড়ি।
দুপুরে পুকুরে কাটতো
সময় চেপে কলা গাছের ভেলা।
সেইতো মোদের ফেলে আসা ছেলেবেলা ।
ছেলেবেলা মানে নয়তো শুধু পুতুল খেলা।
ছেলেবেলা মানে কাগজে নৌকা ,কাঁচের গুলি,
কানামাছি, হরেক রকম খেলা।
মজাদার বিকেলাবেলা।
পেয়ারা চুড়ি, উড়নো ঘুড়ি।
ভালো ছিলো জীবনটা যেনো ফুলের কুড়ি।
ঝড়ঝাপটা সামলে নিতো মা বাবা।
সময়টা হঠাৎ মারলো এসে সুখের দিনে থাবা।
হারিয়ে গেলো ভাই আমাদের ছেলেবেলা।
ভাবি কেন সেইদিন জীবনটাকে
কেন করেছিলাম অবহেলা???
,,,,,,,,,,,,,,,,