"ভালো থেকো ছেলেবেলা"
"ভালো থেকো ছেলেবেলা"
ভালো থেকো ছেলেবেলা,ছটপটে মন
ভালো থেকো মুঠো ভরা রাতজাগা ফোন।
ভালো থেকো কাটা ঘুড়ি, ছোটাছুটি খেলা
ভালো থেকো রাঙামাটি দুর্গাপুজোর মেলা।
ভালো থেকো ইচ্ছেরা, সুন্দর বেলায়
ভালো থেকো ইতিহাস এক-দুই-তিন খেলায়;
ভালো থেকো খেলে এসে হাত পা ধোয়া
ভালো থেকো সন্ধের জমাটি আড্ডা।
ভালো থেকো মাট-ঘাট, ছোট-খাটো বন
ভালো থেকো ছেলেবেলার সুন্দর মন।
ভালো থেকো কাছাকাছি, ভালো থেকো দূর
ভালো থেকো গ্রীষ্মের জ্বলন্ত দুপুর;
ভালো থেকো তিলবাড়ি, লুকোচুরি খেলা
ভালো থেকো ঝুলঘর, রাত্রি অবেলা।
ভালো থেকো কালীপুজো আনন্দের রাত
ভালো থেকো বিরিয়ানির স্বপ্ন ছোঁয়া হাত।
ভালো থেকো হোলি আর হৈ-চৈ এ দিন
ভালো থেকো ছোটাছুটি, আবির রঙিন।
ভালো থেকো ছেলেবেলা ভালো থেকো সব
ভালো থেকো আমি-তুমি আনন্দের রব..।
