ভুতের ছানা
ভুতের ছানা
প্যাঁচাপ্যাঁচির গল্প শুনে
মানুষ ধারার ছিপ আনলো কিনে
মেছো ভুতের ছানা
পেত্নী পেলো ভয়ে দেখে ওদের কান্ড কারখানা
তেপান্তর মাঠ পেরিয়ে কাঠে ঘড়া চড়ে
মানুষ দেশ থেকে আসাবে ঘুরে
বলে ভুতের ছানা বায়না দিলো জুড়ে
ভুত বাবাজি ভয়ে মরে
মানুষরা যে ভয়ঙ্কর ওদের বোঝাবে কিরে?
উপায় শেষ ব্যম্ভদিত্য দিলো একখানা
কৃষ্ণ নগরের পুতুল দিয়ে মেটালো ওদের বায়না।
