STORYMIRROR

Orpita Oyshorjo

Others Children

4  

Orpita Oyshorjo

Others Children

অনাথদের ঈদ

অনাথদের ঈদ

1 min
1.7K



এবার ঈদের খুশি সবার ঘরে নেই

কেমন যেন হারিয়ে গেছে সেই,,

       সবাই কিনছে 

       নিত্য নতুন জামা।

তবে তাদের কেন আজ কিনতে তা মানা 


গরীব বলে তাদের কি

ঈদের খুশি নাই?

       সবার ঘরে খাবার আছে

       তাদের ঘরে নাই?

এমন দিনে পোলাও গোস্ত তারা কোথায় পায় ? 


সবাই মিলে বাবার সাথে

ঈদ বাজারে যায়,

       তাদের বাবারা খেটে মরে 

অনাদরে পরে রয় ।

    এসব ভাবলেই কেমন যেন কান্না কান্না পায়।

কেন তাদের জীবনটা এমনে পরে রয় ?

জানি তোমাদের কাছে আমার প্রশ্নের

কোন উত্তর নাই,

        অনাথ-এতিম ছেলে মেয়েদের

         কোথাও নাই ঠাই।


Rate this content
Log in