তোমার জন্য
তোমার জন্য
তোমার জন্য যে আমি অজস্র কবিতা লিখি
সেটা কি তুমি বুঝতে পারো,
এই যে আকাশে অনেক তারার ভিরে আমি শুধু তোমাকেই খুঁজি সেটাও কি তুমি বুঝতে পারো,
তোমার জন্য মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে,
তোমার জন্য বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়।
তোমার জন্য তোমার ঠিকানায় আমি রোজ চিঠি লিখে যাই ,
ডাক পিয়ন ও হাঁপিয়ে গেছে আমার চিঠি নিতে নিতে ,
আমি ও মাঝে মাঝে অজস্র পথ রেখে চলে আসি তোমার
পথে,
কত কিছু উপেক্ষা করি আমি তোমার জন্য ,
অপেক্ষায় থাকি শুধু তুমি আসবে বলে ।
তোমার কথা ভাবলে আমারো চোখে কান্না চলে আসে ,
কষ্ট হয় বুকের ভিতর, স্বপ্ন গুলো জমাট বাঁধে চোখের কোণে
ভাবনা গুলো উঁকি দেয় আমার মনে ,
তুমি কি তা বুঝতে পারো?
এই যে তোমার জন্য অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়,
শুধু তোমার জন্য অসীম আকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচায়।
তুমি কি তা বুঝতে পারো ?