STORYMIRROR

Sumana Sinhababu

Drama

4  

Sumana Sinhababu

Drama

কালো

কালো

1 min
1.9K

মেয়েটা চাইতো শুধু সুন্দর

নিজের সৌন্দর্যের মোহে মোহিত

নীল চোখে সৌন্দর্যের আহ্বান,

চাইতো জগতের সব অসুন্দর ,

এক নিমেষে যাক মুছে

সবকিছু হয়ে উঠুক,

ওর মতো - স্বর্গীয়

আশেপাশের অন্ধকারকে দেখে ,

মুখ ফিরিয়ে বলতো -

ও মা এতো কালো , ।


কিন্তু সৃষ্টির সেই আদিলগ্নে

কোন এক প্রাচীন কবি বলে গেছেন -

সব অপরূপই রূপ হারায় সময়ের যাঁতাকলে ,

মেয়েটা বোধহয় সৌন্দর্যের আবেশে

ভুলে গিয়েছিল সেই বাস্তব ভবিষ্যৎবাণী ।।


তাই আজ চল্লিশ বছর বয়সে,

কল তলায় বসে বাসন মাজতে মাজতে

নিজের হাত দুটোর দিকে তাকিয়ে দেখে

মনে হয় কাল খুব কালো

আচম্বিতে জলে নিজের ছায়া দেখে

যেন চমকে উঠে -

মনে হয় এতো সেই স্রষ্টার অপূর্ব সৃষ্টি

মূর্তিমতী প্রতিমা নয়

এত কালো ভীষণ কালো।



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

More bengali poem from Sumana Sinhababu

কালো

কালো

1 min చదవండి

জীবন

জীবন

1 min చదవండి

Similar bengali poem from Drama