STORYMIRROR

Orpita Oyshorjo

Drama Romance Others

3  

Orpita Oyshorjo

Drama Romance Others

নিখোঁজ বার্তা

নিখোঁজ বার্তা

1 min
183


আচ্ছা ঐ দূর আকাশে কি চাঁদের আড়ালে 

  কালো মেঘ ছেয়ে যায়, 


যেমন করে অভিমানী মনে দুঃখ গুলো 

     মনের ভিতরে লুকিয়ে রয় ।


ডাইরির শেষ পাতায় লুকোনো একটা গল্প আছে 

অথচ সেটি পড়ে আছে 


        ধুলো মাখা একটা বদ্ধ ঘরে ।

কার মনে কি চলে সেটা আজো কেউ বুঝে না 


নীল আকাশে কালো মেঘের খোঁজ কেউ রাখে না,

অভিমানে আনমনে পড়ে আছি একটা কোণে 


কই কেউ তো কখনো আমাকে খুঁজে না । 



Rate this content
Log in

Similar bengali poem from Drama