রূপকথার বন্ধুরা
রূপকথার বন্ধুরা
বন্ধু তোরা হারিয়ে গেলেও
আটকে আছিস মনের ভাঁজে
একচিলতে রোদ হয়ে কিংবা
রামধনু রঙের সাজে।
যদি কখনো পথ ভুলেও
আজ ঢুকে পড়িস আমার ঘরে,
দেখিস যদি ক্লান্ত আমি
খাতার পাতায় লুটিয়ে ঘুমে
দিস একখানি চিমটি কেটে,
সেই আগের মতোই ধমকে উঠিস
ছদ্ম রাগে ফেটে পড়িস।
যদি মাঝে দাঁড়ায় অহং দেওয়াল
মনে হয় ডেকে ওঠা মন্দ খেয়াল
তখন না হয় একটিবার
শুধু হাতটা ছোঁয়াস,
রূপকথা হয়ে ঘুমের মাঝে
রঙিন দিনের স্বপ্ন দেখাস।