স্ব-অধীনতা
স্ব-অধীনতা


নারীবাদী তত্ত্বের একগুঁয়ে বাজনা
আনাচে কানাচে ঢেউ নারী স্বাধীনতা
কাঁসর ঘণ্টা তালে বেতালা
অর্ধেক মানবী তুমি বাকিটা
হ্যাঃ কাব্যের হাতিয়ার
আদতে অসম্পূর্ণ নারী মাত্র
নও মনুর সন্তান
প্রথম মানবীর গর্ভে
সৃষ্টিতত্ত্বের দুরন্ত আহ্বান
বেলা অবেলায় মানুষ নামেই চিহ্নিত
নারী কিংবা পুরুষ
কেন নয় শুধুই মানুষ
মানবতার তো কোনো লিঙ্গ নেই
স্বাধীনতা মানুষের একাসনে
যদি দিতে পারো তবেই স্বরাজ
নতুবা রইল পড়ে দাসত্বের শৃঙ্খল
শিথিল মনন জুড়ে
অর্ধেক চেতনা ছুঁয়ে
অধীনতা সবখানে
স্ব কিংবা পর
কী বা যায় আসে