স্পেস
স্পেস


বিন্যাস বসানোর প্রথমপাতা খুলতেই দেখি
অ্যালমামাটার থেকে খোয়া গেছে
ম্যাটারের রোমান্সিকতা
প্রকৃতিপাঠের কক্ষপথে আতঙ্কমুখের ইলেকট্রন
গতি হারাচ্ছে
অগতির রশিরা দেখছে
নিউক্লিয়াস গলে আর্তনাদে গড়ানো
প্রোটনের আত্মহত্যা
ইসকুলের কড়িকাঠে জড়িয়ে যাচ্ছে
নিউট্রনের নিরপেক্ষতা
দুটো মানুষের মাঝে
একটু স্পেস,
stify">দুটো ঘরের মাঝে
একটু স্পেস,
দুটো বাড়ির মাঝে
একটু স্পেস...
আর যারা অমানুষ তাদের জন্য একটু স্পেস।
যেমন ধরো ফুটবলের গোলাকার - গোল চায়,
গোলপোষ্ট চায়, গোলদাতার জন্য একটু স্পেস।
কিংবা ধরো,
তোমাদের ক্রিকেট–পিচের জন্যই একটা গোটা স্পেস!
আমাদের করিডোরে কোনো স্পেস নেই.
অনন্ত দিমাগ জ্বালিয়ে লিখে যাচ্ছি...
নাটা আকাশের করুণ ব্যাকরণ!