STORYMIRROR

Runa Bandyopadhyay

Abstract

4  

Runa Bandyopadhyay

Abstract

অসমকোণে আয়তকথা

অসমকোণে আয়তকথা

1 min
1.0K

মণিবন্ধে জমে ওঠা অভিমানী রেণুতে কোনো পরাগ দেখিনি

কথা ছিল রোয়ানো রোদ্দুর থেকে জ্বেলে দেবে রোশনাই

রমিতার স্তনভারে উড়ে যাবে

রজঃ

শিমুল

নোঙর ছেঁড়া নেহানোতে বেঁধে দেবে মণিবন্ধ

কথা ছিল

মনে পড়ে?


অঘ্রাণী জোছনার জিভে কোনো রোহিণী দেখিনি

কথা ছিল বিষণ্ণ ঠোঁট ভেঙে এঁকে দেবে আগামী ফাল্গুন

হর্ষিত নাভিমূলে উড়ে যাবে

কুমকুম

কোয়েল

ঘুমঘোরে গাঢ় হবে হর্ষচরিত

কথা ছিল

মনে পড়ে?


নদীজলে গড়া আধখানা বাসায় কোনো শিকড় দেখিনি

কথা ছিল পাতারা হলুদ হলে অন্য সূর্য খুঁজে এনে দেবে ক্লোরোফিল

ফেলে আসা ঋতু থেকে উড়ে যাবে

সুরমা

সৈকত

থিতোনো যোনিমুখে ঝিঁঝিঁও নামাবে রাত

কথা ছিল

মনে পড়ে?



Rate this content
Log in

Similar bengali poem from Abstract