ধর্মের ধ্বজা
ধর্মের ধ্বজা


ধর্মের অবস্থান সম্পর্কিত ভাবনাগুলোয়
তোমার চিরকালীন অঙ্কখেলা
ফিবোনাকি নৃত্য বলো,
মজলিসি শূন্য বলো,
অনন্ত অঙ্কযাপন।
আমি যে মানতে পারিনা প্রভু
আমার গুহায় কোনো ক্যালকুলেশান রাখিনি
ধর্মের খাতায় করেছি ক্যাম্পফায়ার।
আলো নেই
অন্ধকারও...
শুধু অস্থির কুয়াশার তোলপাড়।
রীতি নেই।
নীতিও...
কোথায় রাখবো বলো ধর্মের ধ্বজা!
কোথাই বা সত্যের বোঝা!
শুধু মহীনের ঘোড়াগুলো রাতভোর
ঠুক ঠুক...
ঠুক ঠুক...
খুরের নিচে অবিশ্রান্ত রক্তক্ষরণ
কেন্দ্রাতিগ মুদ্রা ভেঙে ডাক দিয়েছে
অনন্তের মুক্তিমণ্ডল।
আহ্! ধর্মের লাগাম খুলে দাও প্লিজ
আমি চলে যাবো
তোমাকে বিষয়হীনে রেখে
নিশ্চিন্তে চলে যাবো নিমগ্ন নির্মাণে।
স্বীকারে এনো না প্লিজ
বলেছি তো চলে যাবো
তোমাকে অস্বীকারে রেখে
নিশ্চিন্তে চলে যাবো গহনে।।