মেঘ
মেঘ


পিচঢালা মেদহীন রুক্ষতা ছেড়ে গেছে রোদউষ্ণতা ভাব
তোমার বিলুপ্ত মন কাঁটাতারে ঘেরা
নিঝুম ডিস্ট্রাক্টীং প্যাটার্নের ভিতরে বিলীন হচ্ছি
যাবতীয় লতা-পাতা-ফুল,
তুলে রাখো কাঁটা
আমি বিলীন হই, মেঘ যায় বৃষ্টি নাই,
আমার ভিতরটা কুয়াশার মতোন
মাটিতে পিঠ দিয়ে ধীরে ধীরে আরো গভীরে
কম্পাস থাকলেই মানুষের দিক, নির্দেশনা, গন্তব্য -ইত্যাদি লাগে
আদর্শ পৃথিবীর কল্পনাতে ফিরে যেতে হয় ঘরে
আকাশ তখন বরাবরই থাকে উপরে
আমি ঘরেই আছি;
মানুষ, আদর্শ পৃথিবী - সব বরাবর উপরে।৷