প্রিসিলিয়া
প্রিসিলিয়া


প্রিসিলিয়া, আমি এখনও মুছে যাইনি
প্রতিদিন ঝরে পরছি একটু একটু করে।
হিংস্র সময়ের ঝড় অবিরাম বয়ে যায়,
আমি চুপচাপ ভিজে যাই বৃদ্ধ কাকের মত
বেড়ে উঠার খেলায় আমি হারছি একটু একটু করে।
সেই প্রিয় মুখগুলো আজও খালি হাতে বাড়ি ফিরে
আমি কখনো কিছুই দিতে পারি না
অবুঝের মত অভিমান আঁকি,
নিজের বুকেই না দেয়ার বোঝা না পাবার চেয়ে ভারি হয়।
শৈশবের কথা মনে পরে প্রিসিলিয়া?
অবিরাম বাধাহীন ছুটে চলা, কোন বৃত্ত ছিলনা
এভাবে থেমে যাব আমি কখনো ভাবিনি
লেনদেনে যদি প্রাণ দেয়াটা বৈধ হত নির্দ্ধিয়ায় দিতাম
প্রিয় মুখগুলো এভাবে পর হবে কখনো ভাবিনি ।