কষ্টলেখা
কষ্টলেখা


মানবচাষীরা অন্ধকারেই বপন করে চলেছেন বীজ-আগামীতে ফসল হবে,
গোলাভর্তি ধান, খোয়াড় ভর্তি গরু,পেটে ভাত আর মুখে পান।
'সখি, পাখা চালাও আরো জোরে।উপরওয়ালা তিমিরেও খাওয়াইয়া-বাঁচাইয়া রাখেন,
মানুষ আর কি?জীবনের মানেই বিস্তার, জোরেসোরে বিস্তার'।
খোদা'র অনেক কারিগরেরা সাজিয়ে যাচ্ছেন পৃথিবী,
তাসের ঘর; পরিকল্পনার কিছু নাই।
জোরেসোরেই চলছে বিস্তার, ঘুরছে পৃথিবী,সাদা সাদা কাগজে রাজা-রানী-গোলাম,
আরো হাতবদল।'জন্মে মানুষ হইলেই হইসে, কর্ম তাহার খোদা'র জ্ঞানে আগে থেকেই,
বাইরে তো কিছু নাই!
নো অবজেকশন ইয়া খোদা।
ধ্বংস কিছুই হয় নাই, সব মাস্ত আছে।
ন্যায়নীতির মূল ঠিকানা বাণিজ্য; আসো,
দুই মুঠো টাকা খাইতে আসো,
বদলে আমরা দোয়াপ্রার্থি--কান পাতলে যদিও আমাদের এত্তোসব টাকার বান্ডিলের নিচে থেকে শুনা যায়-
ধীরলয়ে গাইতেছেন মৃত শিশুরা, মানুষ হওয়ার গান।'