একদিন সব ফিরে পাবে
একদিন সব ফিরে পাবে


একদিন সব ফিরে পাবে,একদিন ঠিকই পেয়ে যাবে।আমরা থেকে ক্রমশ বদলে যাওয়া তোমরা- তে হয়তো আমরা একদিন মুছে যাবো,পড়ে রইবে তোমরা।সেদিন বিশ্বাস করো,তোমাদের সাদা-কালো দানব তোমাদেরকেই গিলে খাবে।হিসাব সেদিন দিতে হবে, একে-একে।যেদিন আমরা থেকে আমি - তুমি ভাগ করে নিলে,সেদিনই আমি বুঝে নিলাম,তুমি তুমিই আর আমি আমিই।তুমিই বোঝালে,তুমি আমি মিলে আসলে আমরা নই।তুমি আলাদা,আর আমি আলাদা।সেই হিসাব তোমাদের দিতে হবে,সেই হিসাব তোমার থেকে নিয়েই নেবো।সময়ের আস্তাকুর নিক্ষিপ্ত করবে তোমায় মধ্যপ্রাচ্যে।আর তোমরা যারা চুপ আছ,মনে রেখো,তোমাদের কিন্তু চুপ করেই থাকতে হবে এভাবেই চিরকাল...সাদা - কালো দানবের প্রথম শিকার কিন্তু তোমরাই হবে,দম আটকে আসবে তোমাদের।তোমরা নিঃশ্বাস নিতে পারবে না,মারা যাবেতোমরা মিশে যাবে, মিশে যাবেঅপেক্ষা করো,আমাদের যেতে দাওআমাদের যেতে দাও......