STORYMIRROR

Rahul Pramanik

Abstract Action Inspirational

3  

Rahul Pramanik

Abstract Action Inspirational

এইতো জিবন

এইতো জিবন

1 min
429

সবাই জীবনে দুঃখ টি কে

লুকিয়ে হাসে মিথ্যে হাসি

জীবন খাতার প্রতি পাতায়

হাসির চেয়ে কান্না বেশি ।

দুঃখ কষ্ট সহ্য করে ও

তবু ও মানুষ এগিয়ে চলে

বিশ্বাসে সে অটল থাকে

দুঃখের পরেই সুখ টি মেলে।

পিছিয়ে পরা মানেই মরন

এই সত্য বুঝতে হবে

দৃষ্টি হবে সামনের দিকে

পিছু ফিরলেই কষ্ট পাবে ।

অপেক্ষাই প্রাপ্তির মূলে

সহ্য ধৈর্যের পরীক্ষায়

টিকিট লাইনের শেষ মানুষ টি ও

কউন্টারের সামনে পৌঁছে যায় ।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract