এক হাত, হয়ে যাক
এক হাত, হয়ে যাক


কই, মরে যাইনি তো!
বেশ আছি গণনা চলুক;
তাসের খেলা, পাতা ঝড়া,
হাওয়ার ঝোঁকা যা নাই,
যা ই আছে,তারে নিয়ে খেলি নাই
হাতবদলে ঘুরে আসা বোতল- ছিপি নাই
হার-জিতের বালাই নাই
দম নিয়ে আছি, বেশ আছি
পৃথিবী ছড়িয়ে দিয়েছি টেবিলে
টান টান এক দম বাকি...