ভালবাসি ভালবাসি
ভালবাসি ভালবাসি


ভালবাসি ভালবাসি ভালবাসি
এ কথাটি বলতে চেয়েছি
আমি লক্ষ কোটি বার
তখন তোমার আমার জন্য
সময় হয়নিও একবার
বছর চলে গেল
তবু আমি ভালবেসে
হয়েছি নিঃসহ একাকার
তখন আমার ছিলোনা কেউ
এ বুকে ছিল শুধু বেদনার ঢেউ।
তুমি ছিলে তোমার স্বপ্নে বিভোর
আমার কেটেছে ব্যাথার প্রহর
কত দিন কত রাত
কেঁদেছি তুমায় নিয়ে
একবারো দেখোনি
তুমি আমাকে চেয়ে
আজ!! তুমি আমার কাছে কি চাও?
আমাকে ছেড়ে তুমি যাও চলে যাও