STORYMIRROR

💞💞গল্পপ্রেমী 🧚‍♀️🧚

Abstract

4  

💞💞গল্পপ্রেমী 🧚‍♀️🧚

Abstract

শূন্যস্থান

শূন্যস্থান

1 min
383


ডাইরির সাদা পাতাগুলো আজ যেন

আমায় দাঁত বার করে ভেংচি কাটছে।


একবার করে জীবনটা যেমন হঠাৎ করেই

 ফাঁকা ফাঁকা মনে হয়,

 তেমনই এক শূন্যতা আজ আমার খাতার পাতাগুলোকে গ্রাস করে নিয়েছে।


এমন একটা কালি চাইছি যেটা পারবে 

আমার সাদা পাতা অক্ষরে ভরে দিতে,

জীবনের শূন্যস্থান পূরণকারী অর্থমালা তৈরি হবে।


নানা রকম কালির কাটাকুটি তে ক্লান্ত জীবনের পাতা, 

এখন শুধুই একটা আমৃত্যু স্থায়ী কালির সন্ধান পেতে চায়।


সেই কালিটা হাতে এলেই আমার মস্তিষ্কে ভাবনা মালার বিন্যাস পরিপূর্ণ হবে,

আর সাদা, ফাঁকা, শূন্য এই পাতাগুলো ভরে উঠবে শব্দের মায়াজালে।।

 



                     কলমে - গল্পপ্রেমী



Rate this content
Log in

More bengali poem from 💞💞গল্পপ্রেমী 🧚‍♀️🧚

Similar bengali poem from Abstract