STORYMIRROR

Nurul Hoque

Drama

4  

Nurul Hoque

Drama

এসো বৃক্ষ হয়ে যাই

এসো বৃক্ষ হয়ে যাই

1 min
1.7K

অজস্র বৃক্ষের দীপ্ত সমারোহে তুমি আমি যেই

বসেছি সহজ হয়ে সুপ্তিনীল আকাশের নীচে

পরীর পাহাড় থেকে কিছু পাখি আচম্বিতে উড়ে

চক্রাকারে ঘুরে শুধু কালোচুল মাথার উপর 

হয়তো ভেবেছে তারা আমি তুমি বিশাল অরণ্য 

পাখিরা চতুর বটে,বসি বসি করেও বসে না

তোমাকে বলেছি আমি এসো বন্ধু বৃক্ষ হয়ে যাই


যুগল ছায়ার নিচে ক্ষণকাল আমাদের মতো 

আসিবে কতক নর কিম্বা নারী প্রেমিকার সাজে

কতক বৃদ্ধার দল শাদা শাড়ী ভাজ পড়া দেহে 

তারাও বসিবে দেখো স্মৃতি নিয়ে শিকড়ের ঢালে 

(পাখিদের কথা আর বলিবার প্রয়োজন নাই) 

কেমন ভাগ্যের কথা আমাদের সবুজ পাতায় 

সন্ধ্যারা নামিবে বুঝি ডিসি হিলে হাতে হাতে ধরে


বসেছি অনেক দিন ডিসি হিলে সায়াহ্ন আলোকে

সন্ধ্যার বিষন্ন রূপ এর আগে পড়েনি দুচোখে

তাই বলি এসো বন্ধু তুমি আমি ছায়া হয়ে যাই

আমার শহরে আজ সব আছে শুধু ছায়া নাই



Rate this content
Log in

Similar bengali poem from Drama