Nurul Hoque

Abstract Inspirational Others

3  

Nurul Hoque

Abstract Inspirational Others

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

2 mins
185



কিছু কিছু স্মৃতি কথা কিছু কিছু গানহৃদয়ের ছায়াপথ, 


বিবর্ণ উঠানফেলে আসা জীবনের যত প্রেম কামআরক্ত শরীর থেকে ঝরে পড়া ঘামএকে একে যায় ক্ষয়ে পাথর সময় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

ছবিরা ছবির মতো কথা কয় একাবৃক্ষডালে হেসে উঠে কুহু আর কেকাএসব লাজুক হাসি, লাজে ভরা গালকুমুদ কৌতুক যেন হয়ে আসে লালহাসে গায় মহাকাল নেই লয় ক্ষয়হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

কখনো অধীর তুমি কখনোবা আমিস্মৃতিচিহ্ন বুকে নিয়ে নোনা জলে নামিস্মৃতির দহন আহা প্রস্ফুটিত দিনপ্রবল মায়ায় ঘেরা , হয়ে আসে লীনতবুও মানিনি হার , লব্ধ পরাজয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

মনে পড়ে তুমি আমি উপমহাদেশেফলিত চাষীর মতো কিষানীর বেশেউড়িয়েছি বিজয়ের নন্দিত নিশান ভেসে ওঠে গ্রামোফোনে দিগ্বিজয়ী গানকোথায় সেসব স্মৃতি মুগ্ধ মায়াময় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

অতপর এ নগরে পাখি হয়ে আরআসিবোনা এই আমি মাড়িয়ে আধাঁররাতের সড়ক ধরে অবিচলz মনেখট খট সিড়ি ভেঙ্গে স্থিত পদ্মাসনে ফিরিবোনা সুকুমার অচিন অজয়হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

আমার সঙ্গিনী তুমি ভূতপূর্ব সখিআমার সঙ্গিনী তুমি তিক্ত হরিতকী আমার সঙ্গিনী তুমি সিক্ত পানিফলআমার সঙ্গিনী তুমি সমুহ সজল সমতল পাটাতনে অজর অক্ষয়হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

রজনী গভীর সেই নারঙ্গি প্রহর অদৃশ্য তরঙ্গে কাপে অন্ধকার ঘরআমি শূন্য বাতায়ন দৃশ্যপটে কেউতোলেনা নিশির বুকে উজ্জিবিত ঢেউশীতের সন্ত্রাসে রাত বিভীষিকাময় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

আহারে অতীত স্মৃতি ব্যথা ভারাতুরসহেনা হৃদয়ে আর বেদনা বিধুর তবু দিন চলে যায় রাতের নিয়মে স্মরি আমি তোমাকেই প্রতি দমে দমেবিরহে বিদগ্ধ মুখ দেখি কতিপয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

চেন্নাই শহর কিন্বা সমুদ্রের পাড়ললিত লাবণ্য মেখে করেছি উজাড় বিমূর্ত প্রকৃতি স্নিগ্ধ সবুজের ঘ্রাণ জুড়িয়ে শীতল করে বিদগ্ধ এ প্রাণ হেটে গেছি দুজনেই বিমুগ্ধ হৃদয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


জননী স্কোয়ার হয়ে সৌম্য চার্মিনারকুয়াশা আচ্ছন্ন আখিঁ কেটে অন্ধকার হাজার হাজার ক্রোশ ঘুমে কি নির্ঘুমপেছনে রেখেছি ফেলে স্বীয় মাতৃভূম আলো ধৌত নগরের মুখ জ্যোতির্ময় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

এভাবেই অবিরাম লিখে কাব্য কলাগড়েছি হৃদয়টাকে সুফলা সুজলা মুঠে পুরে এ পৃথিবী মায়াবী কাননসুশীল সৌন্দর্যে আকা তোমার আননঅচেনা বৃক্ষের সারি বিম্বিত বিষ্ময় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract