STORYMIRROR

Nurul Hoque

Abstract Romance Others

3  

Nurul Hoque

Abstract Romance Others

প্রেম এক অনশ্বর রাত

প্রেম এক অনশ্বর রাত

2 mins
128


এই রাত 

এই নিশিসঙ্গমক্লান্তরাত স্বাক্ষী

আমি আছি তোমার সান্নিধ্যে

আছি আমি ময়ূরাক্ষী

বাতাসের মহাঘোর হয়ে নির্ভয়ে

শন শন শন শন

দেখো আজ চাঁদ নেই

আছে তারা, নক্ষত্র অগণন

জানিনা কেন বারবার হারিয়ে ফেলি খেই

আমি রাতের নৈশ প্রহরী

প্রেয়সী আমার অস্পরী 

তোমার সেই অমর ভালোবাসার ঘোর

নৈঃশব্দ্য নিরাভরণ, ভোরের শিশির হয়ে

ঝরে পরে আমার বুকের মৃত্তিকায়।


তুমিতো জানো

আমি নূরুল বলেই বারবার

ভুল করে বসি। তবুও

আঁধারকে তোমার প্রেমের অনলে

করে দেই ছারখার।

তুমি যদি জেগে থাকো

রাতের পাখিরাও জেগে থাকে

জেগে থাকি আমি

অস্তগামী সূর্য নয়। সেতো 

নশ্বর এক নক্ষত্র, নিম্নগামী।

আমি প্রেম। আমি প্রেম হয়ে

বেচেঁ আছি বেঁচে থাকি

তোমার সেই আলো আর হীরকখচিত দেহে নির্ভয়ে।


এই রাত

এই নিশিসঙ্গমক্লান্ত নিশুতি রাত

তুমি স্বাক্ষী থেকো এই হিরন্ময়

সময়ের।আহা অনশ্বর সময়

যতোই ভেঙে যাক সৌহার্দের উপকূল

তুমি তাকে বলো অনন্তর

তার প্রতীক্ষায় বসে আছে নূরুল

হায়। যদি ভেঙে যায় এক বাঁধ

প্রেমের অনন্তঅনীলশীলাখণ্ড দিয়ে 

রচে দেব স্বাক্ষর, হবো আরো উন্মাদ।


তোমার হাত ধরে হে রাত

হটাৎ বৃষ্টি এলো প্রাগৈতহাসিক

মেঘালয় পাহাড় ছুঁয়ে। কিসের মৌতাত

বলো, বৃষ্টিরাও তোমার মতো নির্ভীক

কখনো থামে, দীঘিনালা মেঘবন্দরে

অতঃপর নামে বিরহের বিবর্ণ অবয়বে

বৃষ্টি হয়ে প্রেয়সী আমার, বুকের কন্দরে

জানিনা হে রাত, বৃষ্টিও বলে

সে নাকি

  আমার হবে, 

     আমারই হবে।।

আহা। আমি বলি সেতো আমারই ছিল

আহা। আমি বলি সে, আমারই আছে

দহন নয়, আমার শোকে আড়িয়াল বিলও

শুকিয়ে কাঠ। পাখিরাও কাঁদে পত্র শূন্য গাছে

আসুক বৃষ্টি আসুক, ঝরে পড়ুক সব

আমার চৈতন্যের সন্নিহিত ভূমে

আজ রাত আমি শুনি তার নৈঃশব্দ্য কলরব

আসুক বৃষ্টি রাঙামাটি পাহাড় পাদদেশ চুমে।



বৃষ্টি নয়, মেঘ নয়, রাতের আঁধার নয়

আমি কেবল ক্ষয়ে যাই বিশীর্ন হাড়ের মতো

তুমি কি জানো 

   এ বৃষ্টির কি আছে আদি পরিচয়

কেবল ক্ষয়, কেবল বাড়ে তার ক্ষতো

আসে বৃষ্টি। আসে তার পূণ্য রূপ ধরে

ঝরে পরে ধসে পরে পৃথিবীর যত অহমিকা

হে সুন্দর রাত। আজ এই নীলাভ নির্ঝরে 

দূর হয়ে যাক জগতের সকল বিভীষিকা।

বৃষ্টির সাথে তুমি ঢেলে দাও অন্তরে তার

সুন্দরের সুকোমল জল

দূর হয়ে যাক পাষণ্ড আঁধার

তুমি নির্মল করো তাকে,অতিশয় নির্মল

আহা বৃষ্টি জল পূণ্যতায় ভাস্বর

বিধাতার অম্লান অপরূপ দান

ঝরে বৃষ্টি কাঁপে ধরিত্রী কাঁপে থর থর

তুমি তাকে করো মহীয়ান।




একবার সে

বৃষ্টি হতে গিয়ে অদৃশ্যে

মিশে গেলো নগ্ন বাতাসে

আর আমি হে রাত তোমার অন্ধকারে

খুঁজতে খুঁজতে হয়রান

তুমি ভাসতে থাকো বিরহের ক্ষারে

আর আমি অগোচরে তার

      প্রেমের সড়ক করে যাই নির্মাণ

অতঃপর সে 

প্রেমের সড়ক ধরে অতি ধীরে

ফিরে আসে

উচ্ছ্বাসে ভরা এভিনিউ অথচ ক্লান্ত

ক্লান্তির ছায়া পরে অক্লান্ত নিশির শিশিরে




Rate this content
Log in

Similar bengali poem from Abstract