না, ভালো নেই আমি
না, ভালো নেই আমি
না, আমি ভালো নেই
তুমি যখন জানতে চাও কেমন আছি আমি
হারিয়ে ফেলি খেই
জীবনের মধ্যবেলায় এ মধ্যরাতে
একা একা ক্ষারজলে নামি।
আমি ভালো নেই না বলে, বলা ঠিক ছিল
আমি ভালো আছি , খুব ভালো আছি
আলো ঝরা অন্ধকারে একা খেলি কানামাছি।
অন্ধকারে ছড়িয়ে পরে লীলাক্রমে
ওইসব মিথ্যার ফুলঝুরি প্রতি কদমে
pan> আমি ভালো নেই আলো নেই আছে বিরহ , আছে বাদনার ভার তুমি বেশ ভালো আছো নির্ভার কেটে কুটে অন্ধকার আর জাগতিক হাহাকার ভালো থেকো জলধোয়াবাতাস ভালো থেকো উচ্ছ্বাসে আক্রান্ত ফুল ভালো থেকো ফুলের নির্যাস তুমি অনাঘ্রাতা মরমে ও গানে তুমি নির্ভুল ভালো থেকো লাবণ্যমাখা গীতল কাব্যকলা ভালো থেকো ভাটিদেশ সুজলা সুফলা