বৃষ্টিরও চোখ আছে
বৃষ্টিরও চোখ আছে
বৃষ্টির চোখ আছে বলতেই
তুমি প্রচন্ড রকম শব্দ তোলে হেসে উঠলে নৈঃশব্দে
ঈশপের গল্প শোনে এভাবে তোমাকে হাসতে দেখেছি অনেক দিন
বৃষ্টি যদি চক্ষুবিযুক্ত হয়
অথবা বৃষ্টির জানালায় কেহ যদি খিল এঁটে রাখে
তবে সে ক্রমপ্রসারিত সাহারা মরুভূমে ধাবিত না হয়ে
কেন বার বার ঝরতে থাকে জলের লাবণ্য নিয়ে
আমাদের কাঁঠালচাপার পাতায়
পুরনো সব টিনের চালে
আমি জানি, সাধারন চর্মচোখে বৃষ্টির জলখচিত চোখগুলো
&
nbsp; কেহ দেখতে পায় না
যেমন তুমি দেখতে পাওনি বৃষ্টির অমরাবতী সেই চোখ
শ্রবণের মুখরিত উচ্চাঙ্গ বর্ষণে
আমার চোখে বৃষ্টির চোখ পড়তেই
সে সজোরে শব্দ তোলে কাঁপিয়ে দেয় চক্রবাল
মুহুর্তেই আলোকিত হয়ে উঠে আমার অন্তরাত্মা
আমি বৃষ্টির চোখে তোমাকে দেখি অবিনশ্বর
কেবলি ঝরে পড়ো আমার চৈতন্যের বর্ণাঢ্য জমিনে