STORYMIRROR

Nurul Hoque

Abstract

3  

Nurul Hoque

Abstract

বৃষ্টিরও চোখ আছে

বৃষ্টিরও চোখ আছে

1 min
913


বৃষ্টির চোখ আছে বলতেই

তুমি প্রচন্ড রকম শব্দ তোলে হেসে উঠলে নৈঃশব্দে

ঈশপের গল্প শোনে এভাবে তোমাকে হাসতে দেখেছি অনেক দিন


বৃষ্টি যদি চক্ষুবিযুক্ত হয়

অথবা বৃষ্টির জানালায় কেহ যদি খিল এঁটে রাখে

তবে সে ক্রমপ্রসারিত সাহারা মরুভূমে ধাবিত না হয়ে

কেন বার বার ঝরতে থাকে জলের লাবণ্য নিয়ে

আমাদের কাঁঠালচাপার পাতায়

         পুরনো সব টিনের চালে 

আমি জানি, সাধারন চর্মচোখে বৃষ্টির জলখচিত চোখগুলো

  &

nbsp;                   কেহ দেখতে পায় না

যেমন তুমি দেখতে পাওনি বৃষ্টির অমরাবতী সেই চোখ

        শ্রবণের মুখরিত উচ্চাঙ্গ বর্ষণে


আমার চোখে বৃষ্টির চোখ পড়তেই 

সে সজোরে শব্দ তোলে কাঁপিয়ে দেয় চক্রবাল

মুহুর্তেই আলোকিত হয়ে উঠে আমার অন্তরাত্মা

আমি বৃষ্টির চোখে তোমাকে দেখি অবিনশ্বর 

কেবলি ঝরে পড়ো আমার চৈতন্যের বর্ণাঢ্য জমিনে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract