তুমি না চাইলে
তুমি না চাইলে
আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করছি তীব্রভাবে
কিন্তু কিছুতেই ছুঁতে পারছি না।
আমি তোমাকে ডাকছি চিৎকার করে কিন্তু
আমার গলায় স্বর আসছে না।
আমি রাস্তায় যেদিকেই তাকাই ভুল করে যেন
দেখতে পাচ্ছি তোমারই প্রতিচ্ছবি;
এখানে ওখানে সেখানে চতুর্দিকে শুধু তুমি আর তুমি,
অথচ আমি জানি তুমি নয়।
তবুও বারবার ভাবছি এত 'নয়' এর মাঝে
ভুল করে একটাও 'হয়' কি হতে পারে না?
পথ ভুলে তুমিও কি চলে আসতে পার না আগের মতন?
তুমি যদি না চাও আমি তোমার দিকে তাকাব না, সরাসরি...
আড়চোখে দেখে নিতে বারণ কোরো না।
তুমি যদি না চাও দেখবে আমার গলা দিয়ে স্বর ফুটবে না,
কিন্তু কর্ণকুহরে তোমার কন্ঠস্বর ঢেলে নিতে বারণ কোরো না।
তুমি যদি না চাও, আমি তোমার কাছেও যাব না,
শুধু তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে বাধা দিও না।
তুমি যদি না চাও, তুমি যা না চাও
তার কিছুই হবে না, কথা দিলাম।
শুধু তুমি এসো, একটি বারের জন্য শুধু তুমি এসো।

