STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract Romance Others

4  

Sayandipa সায়নদীপা

Abstract Romance Others

বিচিত্র খেয়াল

বিচিত্র খেয়াল

1 min
375

একবার চেয়ে দেখো ওই সমুদ্রটার দিকে

রাশি রাশি জলস্রোত যে রেখায় মিশেছে

নিয়ে যেতে পারবে আমায় ঠিক ওই খানে?

ওই রেখা বরাবর হেঁটে দেখতাম একবার

সূর্যটাকে ধরতে পারি কিনা।

না ধরতে পারলেও অবশ্য দুঃখ হবে না বিশেষ

যদি ঐ রোদ জলের রং তোমায় মাখাতে পারি

এসব না পারলেও অন্তঃত একটা কাগজের নৌকা

ভাসিয়ে আসব ওই রেখার প্রান্তে।

আমার সে নৌকা ঢেউয়ের মাথায় চড়ে

দেখবে ট্রলার নিয়ে জেলেদের মাছ ধরা,

কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে

জাহাজে কর্তব্যরত কোনো নাবিকের বিষাদ।

হয়তো বা কখনও দেখবে সাগরের বুকে

শূন্য হওয়া কোনো মায়ের কোল। 

হয়তো বা আলাপ জমাবে তারই মত

 ভেসে চলা কোনো খোলামমকুচির স্বপ্ন।

আরও কত কি এমন দেখতে দেখতে হঠাৎ করেই

হয়তো বা সে শেষমেশ দেখা পাবে তার---

আরেকটি কাগজের নৌকা,

যাকে তুমি ভাসিয়েছ অন্য রেখার প্রান্তে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract