STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract Tragedy Others

4  

Sayandipa সায়নদীপা

Abstract Tragedy Others

অন্তঃপুরের গল্প

অন্তঃপুরের গল্প

1 min
624

অদৃশ্য তরলের মত বহমান 

গতি ধীর হোক দ্রুত 

পথি মধ্যে দেয় না বাধা

ঘষা কাচের মত এদিক ওদিক যায়না দেখা,

আমরা এমন করেই বাঁচি।

আমরা যারা অন্তঃপুরে থাকি

আমাদের গল্পগুলো বোনা হয় বৃষ্টির জলে

টুপটাপ গায়ে মিশে ঝরে পড়ে;

ওই অদৃশ্য তরল

কারুর পথি মধ্যে দেয়না বাধা।

মাঝেমাঝে এক দুটো পাখি ঠুকঠাক করে

বিষাদের চেতনা ঘনায়

যখন বাসায় ফেরার ডাক আসে ওদের।

আমরা যারা অন্তঃপুরে থাকি

আমরা এমনই করে পঙ্গুত্বকে বাঁচি,

আমাদের দৃষ্টি মেলায় দূরে।

ওই যারা হাসে বিষাক্ত আনন্দে,

বিষ মেশে আমাদের শরীরে

চোখ দিয়ে বয়ে যায় নীল জল।

অন্তঃপুরের গল্প নিয়ে কাব্য হয় 

ইচ্ছার টুঁটি টিপে ধরে হয় গান

আমরা যারা অন্তঃপুরে থাকি 

আমরা এমন করেই বাঁচি।

রণক্ষেত্রে আগুন জ্বলে

সত্তায় সত্তায় তরবারির ঝনঝন 

বেঁচে থাকার লড়াই আর ভ্রূকুটির মাঝে

আমাদের অন্তঃপুর রয়ে যায় গোপনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract