ওই দিনগুলোতে
ওই দিনগুলোতে
দশটা বছর, খুব অল্প সময়! কে জানে, হয়ত হবে তাই।
তবে কী জানো, দশটা বছর থেকে একটা বছর পিছলে গেলেই
ভেবে ফেলতাম, একসঙ্গে হওয়ার দিকে এই তো এগিয়ে গেলাম।
সারাজীবনের স্থায়ী ঠিকানার খুব কাছেই বেশ তো চলে এলাম।
দুর্গা পূজায় ভরা মণ্ডপ, তুমি আমি দাঁড়িয়ে, হয়ত খানিক দূরে,
চোখ বন্ধ, হাত বুকের কাছে, ভাবতাম আর দিন তো ক'টা মোটে।
এক মনেতে মাকে বলতাম, এরপর তুমি পাশাপাশি আসতে দিও,
তোমার কাছে একই সুরে, একই ছন্দে, প্রার্থনা সব জানাতে দিও।
উদ্দাম দিনের শেষে বিদায় বেলায় আমার চোখটা যেত ভিজে,
দেখতাম স্টেশনের পথে পেছন ফিরে তুমিও আমার দিকে চেয়ে।
আচ্ছা, তুমিও কি ভাবতে তখন, প্রতীক্ষার আর মাত্র ক'টা দিন?
আর কয়েকটা যুদ্ধ জিতলেই একসঙ্গে ফেরার পথ স্বপ্নে সুনীল?
এই বছরও নিয়ম করে এসেছে পুজো, নিয়ম করে জ্বলছে আলো
শহর গ্রামে নিয়ম করে কোলাহল আর হুল্লোড় চলছে অবিকল।
চারিদিকে ভীড়, শূন্য হয়ে গিয়েছে কেবল আমার ভেতরের ঘরখানি
আমাদের একত্রিত প্রার্থনাটুকু মিলিয়ে গেছে কোন আঁধারে না জানি!

