মনপাখি
মনপাখি


ভালবাসার মনপাখি-লুকাস না আর
তোর বদ্ধ হৃদয়ে তাকে,
দ্বিধার সকল শেকল ছুঁড়ে ফেলে দে
ঐ মরা গাঙের বুকে।
রাজার বাগানের মনভোলানো গোলাপ ছিঁড়ে
দিতে হবেনা তোকে,
রাঙামাটির পথের ধারে সবুজ ঘাসের
উপর ফোটা ঐ লাল ছোট্ট ফুলটা
তুলে নিস তুই,ওরে আপনভোলা,
কোনো এক কাজের ফাঁকে।
চোখের ভাষায় বুঝিয়ে দিস
মনের যত কথা-
বাউন্ডুলে হৃদয় ফুঁড়ে,মনের গোপন রাস্তা বেয়ে
বলনা মনের কথা।
যেদিকপানে দেখবিরে তুই
আপনি দুচোখ মেলে,
দেখবি আমি তোর জন্যই
দাঁড়িয়ে আছি দুহাত মেলে।