STORYMIRROR

tina guha roy

Drama

4  

tina guha roy

Drama

মনপাখি

মনপাখি

1 min
1.1K

ভালবাসার মনপাখি-লুকাস না আর

           তোর বদ্ধ হৃদয়ে তাকে,

   দ্বিধার সকল শেকল ছুঁড়ে ফেলে দে       

                  ঐ মরা গাঙের বুকে।


রাজার বাগানের মনভোলানো গোলাপ ছিঁড়ে

            দিতে হবেনা তোকে,

রাঙামাটির পথের ধারে সবুজ ঘাসের

            উপর ফোটা ঐ লাল ছোট্ট ফুলটা

তুলে নিস তুই,ওরে আপনভোলা,

          কোনো এক কাজের ফাঁকে।


চোখের ভাষায় বুঝিয়ে দিস

          মনের যত কথা-

বাউন্ডুলে হৃদয় ফুঁড়ে,মনের গোপন রাস্তা বেয়ে 

           বলনা মনের কথা।


যেদিকপানে দেখবিরে তুই

     আপনি দুচোখ মেলে,

      দেখবি আমি তোর জন্যই

      দাঁড়িয়ে আছি দুহাত মেলে।



Rate this content
Log in

Similar bengali poem from Drama