খাদ্য
খাদ্য
খাদ্য চাই,খাদ্য চাই,
সঙ্কটে ঐ মানবকুল,
চাইছে দেখ জীর্ণ হাত---
সভ্যতারই চরম ভুল।
কাঁদছে শিশু,কাঁদছে পিতা,
মরছে অবহেলায় আজ,
ঈশ্বরেরও কপালেতে
পড়ছে দেখ কত ভাঁজ।
যুদ্ধ হচ্ছে,হচ্ছে বন্যা,
হচ্ছে দেখ খরা,
খাদ্যহীনে মরছে কত
শীর্ণ-জীর্ণ কপাল-পোড়া।
গোলা কারোর ভরছে ধানে,
উপচে পড়ছে ধন,
নিষ্ঠুর এই পৃথিবীতে,হায়,
শুনি কারোর উপবাসী ক্রন্দন।