STORYMIRROR

tina guha roy

Tragedy

2  

tina guha roy

Tragedy

খাদ্য

খাদ্য

1 min
783


খাদ্য চাই,খাদ্য চাই,

         সঙ্কটে ঐ মানবকুল,

চাইছে দেখ জীর্ণ হাত---

         সভ্যতারই চরম ভুল।


কাঁদছে শিশু,কাঁদছে পিতা,

          মরছে অবহেলায় আজ,

ঈশ্বরেরও কপালেতে

          পড়ছে দেখ কত ভাঁজ।


যুদ্ধ হচ্ছে,হচ্ছে বন্যা,

           হচ্ছে দেখ খরা,

খাদ্যহীনে মরছে কত

            শীর্ণ-জীর্ণ কপাল-পোড়া।


গোলা কারোর ভরছে ধানে,

             উপচে পড়ছে ধন,

নিষ্ঠুর এই পৃথিবীতে,হায়,

              শুনি কারোর উপবাসী ক্রন্দন।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy