শৈশবের দিনগুলি
শৈশবের দিনগুলি


হায়,সে ছোটোবেলার কথা,
জীবন ছিল সরল কত,
বন্ধু ছিল ঝুড়ি-ভরা,
দুষ্টু মিষ্টি কান্ড যত।
তপ্ত দিনে ঝাঁপ পুকুরে,
কী দারুণ জলকেলি!
ডুব সাঁতারে শীতল হতাম,
তপ্ততা কে পায়ে দলি।
আয় ফিরে আয় শৈশব মোর,
বড়ই চাইছি তোকে আজ,
মনটা আজও খুঁজে ফেরে
ফেলে সকল কাজ।