বন্ধু
বন্ধু


বন্ধু সে যে মানুষ শুধু
হয় না কখনো,
পশুর মাঝেও বন্ধু থাকে,
চোখ খুলে দেখ কখনো।
বন্ধু ভেবে কখনো বা
বাড়িও তোমার হাত,
ছাড়বে নাগো কখ্খনো সে,
দেবে তোমার সাথ।
পশুর মনে দয়ামায়া
আছে ভালোবাসা,
অমূল্য এই ধনভান্ডার
তাদের মনেও ঠাসা।
বন্ধু সে যে মানুষ শুধু
হয় না কখনো,
পশুর মাঝেও বন্ধু থাকে,
চোখ খুলে দেখ কখনো।
বন্ধু ভেবে কখনো বা
বাড়িও তোমার হাত,
ছাড়বে নাগো কখ্খনো সে,
দেবে তোমার সাথ।
পশুর মনে দয়ামায়া
আছে ভালোবাসা,
অমূল্য এই ধনভান্ডার
তাদের মনেও ঠাসা।