মা
মা


তুলির টানে,কালির খোঁচায়,কেউ
মাতৃত্বের সংজ্ঞা দিতে চায়।
নামী দামী বৃদ্ধাবাসে,
মাতৃত্ব কে কেউ বন্দী করে যায়।
মাতৃদিবস উদ্ যাপনে
সবাই ব্যস্ত আজ-
দিনের শেষে বুড়ি মা বসে আছে তোমার অপেক্ষায়,
তুমি কী মনে রেখেছ তা?এতই তোমার কাজ?
ফেসবুকে তে দেখছ হাতিমায়ের স্নেহ -
আর ছোট্ট হাতির খুশী।
দিচ্ছ লাইক,করছ শেয়ার,টাটকা ত
াজা ছবি।
অবহেলিত নিজের মায়ের স্নেহ -
বড়ই পানসে আর সে বাসি।
যাচ্ছে সময়,যাচ্ছে বছর,
পাকছে চুলের সারি।
কালের নিয়মে শিক্ষিত সন্তান
আজ টানছে জীবন -দড়ি।
আর তুমি এখন শুয়ে বিছানায় একলা,
চোখ বন্ধ করে শুনতে পাচ্ছ শব্দ?
রিন্ ঝিন্,রিন্-ঝিন্-মায়ের হাতের চুড়ি।