tina guha roy

Others

2  

tina guha roy

Others

সময়

সময়

1 min
801


দৌড়,দৌড়,দৌড়,

        সময় যে দৌড়ায়।

তারই তালে আমরা সবাই

         সমুখ পানে ধাই।


ধরতে তারে পারি নাকো

          গতি তার বিশাল,

বৃথাই চেষ্টা করি সবাই---

           জীবন মায়াজাল।


ঘড়ির কাঁটা ঘুরছে দেখ

           আপন মনে হায়!

দম্ভ মোরা করি যতই,

            সময় বড়ই গতিময়।


Rate this content
Log in