বিবর্তন
বিবর্তন


কালের নিয়ম,কালের ধর্ম,
কালের বিবর্তন,
পশু সে যে মানুষ হল
ইতিহাস টা বলে তেমন।
করল শিকার,ধরল হাল,
জ্বালায় প্রথম আগুন,
সভ্যতার বিকাশ হল,
শিখল কিছু নতুন।
আজ সে সভ্য মানবকুল,
ছুঁল যে ঐ আকাশ,
গগন মাটি তার দখলে,
করল বিশাল বিকাশ।
নতুন কিছু আবিষ্কারে
মত্ত মানবসমাজ,
ভুলোনা কভু মানবধর্ম,
শুধু আর্জি আমার আজ।