অপারগতায়
অপারগতায়


এ আমার কেমন অপারগতা...
নিজের সবটুকু উজাড় করে দিয়েও
তোমায় ভাল রাখতে পারছি না!!
তুমি যে ভয়ঙ্কর রকমের দুঃখবিলাসী!
জানি না... জানি না আমি
আর কতখানি ভালবাসলে তুমি
শুধু ভালবাসাতেই ভরে থাকবে!
ইতিবাচক সৃষ্টির জাল বুনবে...
মনটা জানোতো স্বচ্ছ কাঁচ...ভঙ্গুর
আঘাত পেতে পেতেই ভেঙে যাবে একদিন!
কবে বুঝবে? বুঝবে না হয়তো কোনদিন!
“ভালো আছি তোমার ছোঁয়ায়
তোমার ছায়ায়...” বলবে।
যদিও জানি যে তুমি ভাল নেই।
তবুও বলবো,
“ছায়া? কোথায় পাবে?
আমি তো লতানে গাছ।
ছাড়া দেবার ক্ষমতা তো আমার নেই।
আমি যে শুধু জড়িয়ে থাকতে জানি।”
কিন্তু কাকে জড়িয়ে ধরবো?
সে নিজেই জানে না তার মনের ঠিকানা
নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়ায়।
তাই কাদায় মাখামাখি হয়ে পড়ে আছি।
প্রেম এসে নীরবে চলে যায়...অভিমানে
যদি কখনো সে প্রয়োজনীয়তা হারায়
সেদিন তাকে খুঁজবে...আশা রাখি...বুঝবে।।