STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Abstract Tragedy

5  

Apurba Kr Chakrabarty

Abstract Tragedy

Untitled

Untitled

1 min
528

রণে ক্ষ্যান্ত কেন শান্ত, আজি গগনভেদী শেয়ার

কেন বিশ্ব বিরাজে নাহি,হাহাকার ক্ষুধার বাজার!

এত যে মজুত অস্ত্র বোমা, বারুদের করি যে দম্ভ

বাজিখেলা রাতে ফুটবে কবে!আকাশে রঙিন স্বপ্ন।

জগত জুড়ে দামামা বাজিয়ে, ঊড়বে নিশান পতপতিয়ে 

 বিজয় পতাকায় জড়িয়ে নীরব

কাঁদাবে মোদের শহীদের শব।

দরদী ভাষণে,শোক মিছিলে শতগুন একতা আনব 

তাতিয়ে তুলব জাতীয় চেতনা,দেশপ্রেমী হবে গর্ব।

 অনাহারে মরেও ভুলবে বেদনা, শত্রু হয়েছে জব্দ

এমন মাদকে ভুলিয়ে মোরা ইতিহাস হয়ে থাকব ।

এইটুকু গন্ডি ইউক্রিন কেন, বিশ্ব জুড়ে হাঙ্গামা যেন 

ছড়িয়ে পড়ুক বিজলী গতিতে, হোক চর্চিত বিশ্বজুড়ে

অজেয় মোর সাম্রাজ্যের কথা, বীর নেতার এই নাম গো 

ভব লীলা কবে সাঙ্গ হবে দম্ভ ক্ষমতা আর না রবে

আজীবন যে পেয়েছি মসনদ কেন দেবো রণে ভঙ্গ!

ভোগ না নবীন অনাহারে কিম্বা হারাক তোদের অঙ্গ নাহি দেবো আর ক্ষ্যান্ত, নাহি দেবো রণে ভঙ্গ। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract