সফলতা কারে কয়!
সফলতা কারে কয়!
বংশ বিস্তার কে যদি সফলতা ভাবো !
ঝিনুক শামুকে জননের চেয়ে সফলতায় আর কে?
অ্যামিবা ! অদৃশ্য না হয়, মানছি না জীব
তোমাদের ভাষায় তোমাদের কথায়
যত আজগুবি , মান্যতা দাও ধর্মের বানী,
বিজ্ঞানে ভাবনা নয় ।
শক্তিশালী ক্ষমতাধর পরিক্রম যদি সফলতা ভাবো
চিঙ্গিশ খাঁ হিটলারের চেয়ে সফলতায় আর কে?
স্থালিন লাদেন ! সহস্র নামও স্মরণে আসে
মুষ্টিমেয় কিছু মূর্খ অধম,
তর্কে করবে বাজার গরম,
ধর্মীয় আর রাজনৈতিক মাদকে,
বিকৃতি ভরা শুন্য বিবেকে
মনষত্ব হারানো দাম্ভিক
সার্বিকতায় চেতনা শুন্য,
অস্তিত্বহীন ভন্ড নিকর্ম্য,
নেই উদারতা বর্বর বন্য
অ্যামিবা সম নগন্য ওরা,
অভিশপ্ত ভ্রান্ত দিশা।
বিশ্ব জনতা বাতিল করেছে
মহান নয় ওরা চির ঘৃণ্য বাস্তবিক।
নাম যশ খ্যাতি ,রূপ লালসা ভোগ,সফলতা ভাবো!
রঙিন জগতের কুশীলব ওরা,
অন্তদ্বন্দ্বে দীর্নে ভরা
মেকী সোহাগ আর সখ্যতায় যারা,
ইর্ষা কাতর আমিত্বে ঘেরা
অনিশ্চয়তা আর হতাশায় মোড়া
সদা চঞ্চল,দিশা হীনতায়
হত কুৎসিত বিদায় বেলায়
আত্ম কেন্দ্রিক কৃত্রিমতায়
সুখী জন কে বা কয় !
কে অপরের পিঠ চাপড়ে,
অনুগতদের বোকা বানিয়ে
বানিজ্যে নিজরে পন্য সাজিয়ে
আত্ম সত্বা সদা বিকিয়ে,
অবসাদে সুপ্ত ব্যর্থ হৃদয়ে
নিভিয়ে সত্য আধাঁরে ধেঁয়ে, আলোকে খোঁজ চায় !
সফলতা কী ঘোড়ার ডিম্ব অসার অলীক হায় ।
