মার্তৃ-দিবস !!
মার্তৃ-দিবস !!
অশতিপর বৃদ্ধা, অশক্ত শরীর টাকে
একটা লাঠিতে ভর দিয়ে
দাঁড় করিয়ে রেখেছিলেন
চৌরাস্তার এক কোনে--
ভিক্ষা ওনার বৃত্তি !
বৃদ্ধাশ্রমের বাসিন্দা সুখময়ী দেবী,
বিকেল বেলা আকাশের দিকে চেয়ে
আনমনে কি যেন বলছিলেন,
জানতে চাইলে বললেন,
ঐ দ্যাখ বাবা --
ঘুড়িটা সুতো ছিঁড়ে বেরিয়ে গেছে
এখন ও বাঁধন হীন.....
সন্ধ্যা বেলার খবর -
রাজধানীর বুকে, ভর সন্ধ্যায়
চলন্ত বাসে এক কলেজ ছাত্রীর উপর
নারকীয় অত্যাচার চালালো একদল যুবক ---!!
শোভাবাজার, বৌ-বাজার বা কালিঘাটের অলিতে গলিতে
রং মেখে দাঁড়িয়ে থাকা মহিলা দের
অ
নেকেই
কোন কৈশোরে বিক্রি হয়েছিল
কে বা জানে ??
চৌরাস্তার মোড়ে এক দঙ্গল যুবক
পথ চলতি এক তরুণী কে উদ্দেশ্য করে বলতে লাগলো -
" পিঠটা দেখে নিস - লেখা আছে কিনা?" পাশ থেকে আর একটা ছেলে
বিকট হেসে বলে উঠলো
" গা ঘেঁষে দাঁড়াবেন না"!
রাতে যখন ঘরে ফিরলাম
আমার পাঁচ বছরের পুত্র বলল
"পাপ্পা একদম ভুল হয়ে গেছে
আজ তো একটা গিফট কিনতে হতো"
আমার প্রশ্ন করার সুযোগ না দিয়ে
ও জানায়...
আজ নাকি "মার্তৃ-দিবস"!
আমার চোখে তখন ঐ ছবি গুলো সব ভেসে উঠলো,
আর অস্ফুটে বলে উঠলাম
সত্যিই এ দেশের মায়েদের জন্যও
একটা দিন .... আছে !!