আগন্তুক ::
আগন্তুক ::


সংসার তাকে বেঁধে রাখতে পারিনি-
সকল ধর্মীয় গণ্ডি অবলীলায় পেরিয়ে গেছেন তিনি,
ঈশ্বরকে তিনি খুঁজেছেন চারপাশে অনেক,
যদিও ঈশ্বরের করুণা প্রার্থী ছিলেন না কোনদিন --
তিনি অত্যন্ত মানবিক, প্রজ্ঞাবান ,
এক কথায় তাঁকে বিদূষক বলা চলে ।
তিনি বিশ্ব চরাচরের বাসিন্দা,
দেশকালের গন্ডি পেরিয়ে
ভবঘুরের জীবন কাটানো মানুষ !
কখনো ঝাঁ-চকচকে শহরে, তো আবার
কখনো পল্লী গায়ের চালা ঘরে ,
বা বনে বাদাড়ে উপজাতিদের ডেরায়
খুঁজে বেড়িয়েছেন জীবন দর্শন !!
আর জীবন সায়াহ্নে এসে
শব্দ সুতোর মালায় গেঁথেছেন
আজীবনের সঞ্চিত উপলব্ধি সব -
ধর্ম ভেদ, জাতিভেদ, লিঙ্গ ভেদ, শ্রেণি অসাম্য
সবখানেই উনি ঈশ্বরকে দেখেছেন
তবে স্বমহিমায় নয় ,
দেখেছেন তিনি, ঈশ্বর প্রেমীদের (?) অপব্যাখ্যায় !!
উনি এসেছিলেন আবার চলেও গেছেন,
উনি আসবেন, পুনরায় বিদায় ও নেবেন --
উনি চির বন্ধনহীন, উনি আগন্তুক --!!